সাধারণ

LibreOffice এর জন্য সাধারণ সেটিং সুনির্দিষ্ট করে।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose - LibreOffice - General.


সহায়িকা

ইনস্টলকৃত সহায়তার আচরণ উল্লেখ করা হয়।

বর্ধিত পরামর্শ

আপনি কার্সারটি ডায়ালগের একটি আইকন, তালিকার নির্দেশ, বা নিয়ন্ত্রণের উপর স্থির রাখার সময় সহায়িকার পাঠ্য প্রদর্শিত হয়।

নথির অবস্থা

"নথি পরিবর্তিত" হওয়ার অবস্থা নির্ধারণ মুদ্রণ করা হচ্ছে

নথির মুদ্রণকরণ পরিবর্তন হিসেবে গণনা করা হয় কিনা তা উল্লেখ করা হয়। যখন এই অপশনটি চিহ্নিত থাকে, তখন নথি বন্ধ করা মাত্রই আপনাকে কোয়েরি করা হয় যে, পরিবর্তন সংরক্ষণ করবেন কিনা। মুদ্রণ ডাটা অতঃপর পরিবর্তন হিসেবে নথির বৈশিষ্ট্যে সন্নিবেশ করা হয়।

বছর (দুই ডিজিট)

একটি তারিখ পরিসর সুনির্দিষ্ট করে, যার মধ্য হতে সিস্টেম দুই-ডিজিটের বছর শনাক্ত করে।

LibreOffice-এ, বছর চারটি ডিজিট দ্বারা সূচিত হয়, ফলে ১/২/৯৯ এবং ১/২/০১ এর মধ্যবর্তী পার্থক্য হলো দুই বছর। এই বছর (দুই ডিজিট) সেটিং ব্যবহারকারীকে বছর নির্ধারণ করতে অনুমোদন করে, যেখানে দুই-ডিজিটের তারিখ ২০০০ এর সাথে যোগ করা হয়। ব্যাখ্যা করতে, আপনি যদি ১/১/৩০ বা তার পরবর্তী তারিখ সুনির্দিষ্ট করেন, "১/১/২০" এন্ট্রিটি ১/১/১৯২০ এর পরিবর্তে ১/১/২০২০ হিসেবে শনাক্ত করা হয়।

Help Improve LibreOffice

Collect usage data and send it to The Document Foundation

Send usage data to help The Document Foundation improve the software usability. The software development team is interested in information about the usage pattern of LibreOffice. This data helps to improve the usability of the applications, by identifying the most frequently used sequences of commands while performing common tasks, and in return, design a user interface that is easier to use and more productive. The usage data is sent anonymously and carry no document contents, only the commands used.

Please support us!