সূত্রের শর্টকাট কী

সূত্র তৈরি করার জন্য এই অংশে বিদ্যমান শর্টকাট কী এর একটি তালিকা।

সাধারণ LibreOffice এ বিদ্যমান শর্টকাট কী প্রয়োগ করা যায়।

সূত্র ফাংশনের জন্য শর্টকাট কী

নিম্নোক্ত শর্টকাট কীসমূহ সম্পাদনা এবং প্রদর্শন মেনুতে বিদ্যমান কমান্ড সদৃশ।

F3

পরবর্তী ত্রুটি

Shift+F3

পূর্বের ত্রুটি

F4

পরবর্তী চিহ্নিতকারী (স্থানধারক)

Shift+F4

পূর্বের চিহ্নিতকারী (স্থানধারক)

F9

হালনাগাদ

Navigation in the Elements pane

বাম অথবা ডান তীর

পরবর্তী শ্রেণীবিভাগ অথবা ফাংশনের বাম অথবা ডানে সরিয়ে নিন।

Enter কী

কমান্ড উইন্ডোতে (ফাংশন অংশের মধ্যে) একটি শ্রেণী (শ্রেণী অংশের মধ্যে) নির্বাচন করা হয় অথবা একটি ফাংশন সন্নিবেশ করানো হয়।

Tab

শ্রেণীর প্রথম উপাদান থেকে শ্রেণীর সর্বপ্রথম ফাংশনে অবস্থান পরিবর্তন করা হবে।

Shift+Tab

শ্রেণীর সর্বশেষ উপাদান থেকে শ্রেণীর সর্বশেষ ফাংশনে অবস্থান পরিবর্তন করা হবে।