পরিমন্ডল

নির্বাচিত বস্তুর(সমূহ) আকৃতি, পরিচিতি বা পূরণ পরিবর্তন করে।

আইকন

প্রভাবসমূহ (শুধুমাত্র LibreOffice এর অংকন)

LibreOffice এর অংকন পরিমন্ডল টুলবার খুলতে, অংকন বারের প্রভাবসমূহ এর আইকনের পরবর্তী তীর ক্লিক করুন। LibreOffice ইমপ্রেসে, প্রদর্শন - টুলবারসমূহ - পরিমন্ডল পছন্দ করুন।

ঘুরান

নির্বাচিত দ্বিমাত্রিক বস্তু(সমূহ) একটি পিভট বিন্দুর চতুর্দিকে আবর্তন করান বা তীর্যক করুন। বস্তুর কোণার হাতল এমন দিকে টানুন যে দিকে আপনি এটা ঘুরাতে চান। একটি বস্তু তীর্যক করতে, কেন্দ্রীয় হাতল এমন দিকে টানুন যে দিকে আপনি এটা তীর্যক করতে চান।

প্রতিটি স্লাইডের শুধুমাত্র একটি পিভট বিন্দু থাকে। পিভট বিন্দুটি বস্তুর কেন্দ্রে নিতে অবজেক্টিতে ডাবল ক্লিক করুন। আপনি পিভট বিন্দুটি পর্দার একটি নতুন অবস্থানেও আনতে পারেন, এবং তারপর বস্তুটি ঘুরান।

নোট আইকন

আপনি যদি এমন একটি গ্রুপ নির্বাচন করেন যা ত্রিমাত্রিক বস্তু অন্তর্ভুক্ত করে, শুধুমাত্র ত্রিমাত্রিক বস্তু পর্যায়ক্রমে আবর্তিত হয়। আপনি ত্রিমাত্রিক বস্তু তীর্যক করতে পারেন না, বিকল্প হিসেবে, আপনি এটাকে কেন্দ্রের হাতল টানার মাধ্যমে X এবং Y অক্ষ বরাবর আবর্তন করাতে পারেন।


আইকন

ঘুরান

উল্টান

ফ্লিপ রেখার চতুর্দিকে নির্বাচিত বস্তুটি ফ্লিপ করুন, যা আপনি স্লাইডের যেকোনো জায়গায় টানতে পারেন। বস্তুটি ফ্লিপ করতে ফ্লিপ রেখা বরাবর বস্তুটির হাতল টানুন। ফ্লিপ রেখার পরিস্থতি পরিবর্তন করতে, এটার যেকোনো একটি শেষ বিন্দু নতুন অবস্থানে টানুন।

আইকন

উল্টান

ত্রিমাত্রিক আবর্তন বস্তু

বস্তু(সমূহ) প্রতিসাম্য রেখার চতুর্দিকে আবর্তন করার মাধ্যমে, নির্বাচিত দ্বিমাত্রিক বস্তু(সমূহ) ত্রিমাত্রিক বস্তু রুপান্তর করে।

রুপান্তরিত বস্তুর আকৃতি পরিবর্তন করতে প্রতিসাম্য রেখাকে নতুন অবস্থানে টানুন। প্রতিসাম্য রেখার অবস্থা পরিবর্তন করতে, এটার যেকোনো এক প্রান্ত টানুন। বস্তুটি ত্রিমাত্রিকে রুপান্তর করতে এটাতে ক্লিক করুন।

আইকন4

ত্রিমাত্রিক আবর্তন বস্তু

বৃত্তে নির্ধারণ করুন (দৃষ্টরুপ)

নির্বাচিত বস্তুটি অবাস্তব বৃত্তের চতুর্দিকে আবৃত করার মাধ্যমে এটাকে বিকৃত করে, এবং তারপর আকৃতি যুক্ত করে। নির্বাচিত বস্তুটি বিকৃত করতে এটার হাতল টানুন। নির্বাচিত বস্তুটি যদি বহুভূজ বা বেজিয়ে কার্ভ না হয়, তবে আপনি বস্তুটি বিকৃত করার পূর্বে এটাকে কার্ভে পরিবর্তন করতে আপনাকে অনুপ্রেরিত করা হয়।

আইকন

বৃত্তে নির্ধারণ করুন (দৃষ্টরুপ)

বৃত্তে নির্ধারণ করুন (ঢাল)

নির্বাচিত বস্তুটি অবাস্তব বৃত্তের চতুর্দিকে আবৃত করার মাধ্যমে এটাকে বিকৃত করে। নির্বাচিত বস্তুটি বিকৃত করতে এটার হাতল টানুন। নির্বাচিত বস্তুটি যদি বহুভূজ বা বেজিয়ে কার্ভ না হয়, তবে আপনি বস্তুটি বিকৃত করার পূর্বে এটাকে কার্ভে পরিবর্তন করতে আপনাকে অনুপ্রেরিত করা হয়।

আইকন

বৃত্তে নির্ধারণ করুন (ঢাল)

বিকৃত করুন

নির্বাচিত বস্তুর আকৃতি পরিবর্তন করতে আপনাকে এটার হাতল টানার সুযোগ দেয়। নির্বাচিত বস্তুটি যদি বহুভূজ বা বেজিয়ে কার্ভ না হয়, তবে আপনি বস্তুটি বিকৃত করার পূর্বে এটাকে কার্ভে পরিবর্তন করতে আপনাকে অনুপ্রেরিত করা হয়।

আইকন

বিকৃত করুন

স্বচ্ছতা

Applies a transparency gradient to the selected object. The transparency line represents a grayscale, with the black handle corresponding to 0% transparency and the white handle to 100% transparency.

স্বচ্ছতার গ্রেডিয়েন্টের গতিপথ পরিবর্তন করতে সাদা হাতল টানুন। গ্রেডিয়েন্টের দৈর্ঘ্য পরিবর্তন করতে কালো হাতল টানুন। রং বার হতে তাদের ধূসর মান পরিবর্তন করতে হাতলের উপর রং টানতে এবং ছাড়তেও পারেন।

নোট আইকন

রং বারপ্রদর্শন করতে, প্রদর্শন - টুলবারসমূহ - রং বারপছন্দ করুন।


আইকন

স্বচ্ছতা

গ্রেডিয়েন্ট

নির্বাচিত বস্তুর গ্রেডিয়েন্ট পরিবর্তন করে। এই নির্দেশটি শুধুমাত্র তখনই সহজলভ্য হবে যদি আপনি বিন্যাস - এলাকা-তে নির্বাচিত বস্তু গ্রেডিয়েন্ট প্রয়োগ করেন। গ্রেডিয়েন্টের নির্দেশনা বা গ্রেডিয়েন্টের দৈর্ঘ্য পরিবর্তন করতে গ্রেডিয়েন্ট রেখার হাতল টানুন। গ্রেডিয়েন্টের শেষ বিন্দুর রং পরিবর্তন করতে রং বার হতে হাতলের উপর রং টানতে এবং ছাড়তেও পারেন।

নোট আইকন

রং বারপ্রদর্শন করতে, প্রদর্শন - টুলবারসমূহ - রং বারপছন্দ করুন।


আইকন

গ্রেডিয়েন্ট