LibreOffice লেখকের অপশন

এই সেটিংসমূহ LibreOffice-এ তৈরি পাঠ নথি নিয়ন্ত্রণের পাথ নির্ধারণ করে। বর্তমান পাঠ নথির জন্য সেটিং নির্ধারণ করাও সম্ভব। বিশ্বজনীন সেটিং স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Open a text document, choose - LibreOffice Writer.


সাধারণ

Specifies general settings for text documents.

প্রদর্শন

আপনার পাঠ নথিতে বস্তু প্রদর্শন করার জন্য পূর্বনির্ধারিত সেটিং এবং উইন্ডোর উপাদানের জন্যও পূর্বনির্ধারিত সেটিং সুনির্দিষ্ট করে।

বিন্যাসকরণ সহায়তা

In LibreOffice text and HTML documents, defines the display for certain characters and for the direct cursor.

গ্রিড

Specifies the settings for the configurable grid on your document pages. This grid helps you determine the exact position of your objects. You can also set this grid in line with the "magnetic" snap grid.

মৌলিক ফন্ট (ওয়েষ্টার্ন)

মৌলিক ফন্টের জন্য সেটিং সুনির্দিষ্ট করে।

মৌলিক ফন্ট (এশিয়ান)

Specifies the settings for the basic Asian fonts if Asian language support has been activated under - Language Settings - Languages.

মৌলিক ফন্ট (CTL)

Specifies the settings for basic fonts for complex text layout languages if their support has been activated under - Language Settings - Languages.

মুদ্রণ করুন

পাঠ বা HTML নথির মধ্যে মুদ্রণ সেটিং উল্লেখ করে।

সারণি

Defines the attributes of tables in text documents.

পরিবর্তন

Defines the appearance of changes in the document.

উপযুক্ততা

Specifies compatibility settings for text documents. These options help in fine-tuning LibreOffice when importing Microsoft Word documents.

স্বয়ংক্রিয় ক্যাপশন

ক্যাপশনের জন্য এমন সেটিং সুনির্দিষ্ট করে যা সন্নিবেশকৃত বস্তু স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হয়।

মেইলে একত্রিত ই-মেইল

Specifies the user information and server settings for when you send form letters as e-mail messages.