সাধারণ

সাধারণ অংশে, আপনি নথি সংরক্ষণের জন্য পূর্বনির্ধারিত সেটিং নির্বাচন করতে পারেন, এবং পূর্বনির্ধারিত ফাইল বিন্যাস নির্বাচন করতে পারেন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose - Load/Save - General.


সতর্কতামূলক আইকন

Some options cannot be reset once edited. Either edit back the changes manually or click Cancel and reopen the Options dialog.


লোড করুন

নথি দ্বারা ব্যবহারকারী-নির্ধারিত সেটিং লোড করুন

নথি দ্বারা নথিতে সংরক্ষিত ব্যবহারকারী-সুনির্দিষ্ট সেটিং লোড করুন।

যদি নথি দ্বারা ব্যবহারকারী-সুনির্দিষ্ট সেটিং লোড করুন নির্বাচিত না থাকে, নিম্নবর্ণিত ব্যবহারকারী-সুনির্দিষ্ট সেটিং প্রয়োগ করতে থাকেন:

এই অপশন চিহ্নিত থাকলে অথবা না থকলে, নথি দ্বারা নিম্নবর্ণিত সেটিং সবসময় লোড করা থাকে:

নথির সাথে মুদ্রণযন্ত্রের সেটিং লোড করুন

যদি সক্রিয় থাকে, নথি দ্বারা মুদ্রকের সেটিং লোড করা হবে। এটার কারণে নথি একটি দূরবর্তী মুদ্রকে মুদ্রিত হবে, যদি আপনি মুদ্রণ ডায়ালগে নিজ হাতে মুদ্রক পরিবর্তন না করেন। যদি নিষ্ক্রিয় থাকে, এই নথিটি মুদ্রণ করতে আপনার আদর্শ মুদ্রক ব্যবহৃত হবে। এই অপশন পরীক্ষা করা হোক বা না হোক নথি দ্বারা বর্তমান মুদ্রকের সেটিং সংরক্ষণ করা হবে।

সংরক্ষণ করুন

স্বয়ংক্রিয়ভাবে নথি সংরক্ষণ করছে

সংরক্ষণ করার পূর্বে নথির বৈশিষ্ট্যাবলী সম্পাদনা করুন

আপনি প্রত্যেক বার এভাবে সংরক্ষণ করুন কমান্ড নির্বাচন করলে যে বৈশিষ্ট্য ডায়ালগ প্রদর্শিত হয় তা উল্লেখ করা হয়।

সর্বদা একটি ব্যাকআপ কপি তৈরি করুন

আপনি যখনই নথি সংরক্ষণ করেন তখনই নথির পূর্ববর্তী সংস্করণ সংরক্ষিত অনুলিপি হিসেবে সংরক্ষণ করে। প্রত্যেক বার LibreOffice সংরক্ষিত অনুলিপি তৈরি করে, পূর্ববর্তী সংরক্ষিত অনুলিপি প্রতিস্থাপিত হয়। ব্যাকআপ কপি .BAK বর্ধিতাংশ পাওয়া যায়।

To change the location of the backup copy, choose - LibreOffice - Paths, and then enter a new path for the backup file.

প্রত্যেক স্বয়ংক্রিয়-পুনরুদ্ধারের তথ্য সংরক্ষণ করুন

ক্র্যাশ হওয়ার কারণে সকল উন্মুক্ত নথি পুনরুদ্ধার করার প্রয়োজনীয় তথ্য LibreOffice সংরক্ষণ করে তা উল্লেখ করা হয়। আপনি বিরতির সংরক্ষণ উল্লেখ করতে পারেন।

মিনিট

স্বয়ংক্রিয় পুনরুদ্ধার অপশনের জন্য সময় বিরতি মিনিটে সুনির্দিষ্ট করা হয়।

Automatically save the document too

Specifies that LibreOffice saves all open documents when saving auto recovery information. Uses the same time interval as AutoRecovery does.

ফাইল পদ্ধতির সাথে সম্পর্কিত URL সংরক্ষণ করুন

ফাইল ব্যবস্থাপনাতে অথবা ইন্টারনেটে URL এর আপেক্ষিক নির্দেশনার জন্য পূর্বনির্ধারিত বিষয় নির্বাচন করতে আপনাকে অনুমোদন করা হয়। উৎস এবং রেফারেন্সকৃত নথি উভয়ই যদি একই ড্রাইভে থাকে তাহলে শুধুমাত্র তখনই আপেক্ষিক নির্দেশনা সম্ভব।

বর্তমান নথিটি যে ডিরেক্টরিতে অবস্থিত সেস্থান হতে আপেক্ষিক নির্দেশনাটি সবসময় শুরু হয়। বিপরীতক্রমে, সম্পূর্ণ নির্দেশনাটি সবসময় একটি রুট ডিরক্টরি হতে শুরু হয়। নিম্নের টেবিলটি আপেক্ষিক এবং সম্পূর্ণ রেফারেন্সকরণের সিনট্যাক্সর মধ্যে পার্থক্য প্রদর্শন করে:

উদাহরণ

ফাইল পদ্ধতি

ইন্টারনেট

আপেক্ষিক

../images/img.jpg

../images/img.jpg

প্রকৃত

file:///c|/work/images/img.jpg

http://myserver.com/work/images/img.jpg


সতর্কতামূলক আইকন

সহায়তা পরামর্শ সর্বদা একটি প্রকৃত পাথ প্রদর্শন করে। যাই হোক, একটি নথি যদি HTML বিন্যাসে সংরক্ষিত থাকে, LibreOffice একটি সম্পর্কিত পাথ সন্নিবেশ করবে যদি যথাযথ পরীক্ষণ বাক্স নির্বাচন করা হয়।


ফাইল সেটিং এ বিদ্যমান URL এর আপেক্ষিক বাক্স এর জন্য এই বাক্সটি নির্বাচন করুন।

ইন্টারনেটের সাথে সম্পর্কিত URL সংরক্ষণ করুন

ইন্টারনেটে URL এর আপপেক্ষিক সংরক্ষণ এর জন্য এই বাক্সটি নির্বাচন করুন।

পূর্বনির্ধারিত ফাইল বিন্যাস এবং ODF সেটিং

ODF বিন্যাস সংস্করণ

OpenOffice.org 3 and StarOffice 9 introduce new features which have to be saved using the OpenDocument format (ODF) version 1.2. The prior versions of OpenOffice.org 2 and StarOffice 8 support the file formats ODF 1.0/1.1. Those prior file formats cannot store all new features of the new software.

Current LibreOffice versions can open documents in ODF formats 1.0/1.1 and 1.2.

নথি সংরক্ষণ করার সময়, নথিটি ODF ১.২, ODF ১.২ (বর্ধিত), অথবা পূর্ববর্তী ODF ১.০/১.১ ফরম্যাটের কোনটিতে সংরক্ষণ করা হবে আপনি তা নির্বাচন করতে পারেন।

নোট আইকন

বর্তমানে, Draw এবং Impress এর ফাইলসমূহে মন্তব্য রাখার জন্য ODF 1.2 (বর্ধিত) বিন্যাসসক্রিয় করে থাকে। মন্তব্যসমূহ সাম্প্রতিক সফ্টওয়্যার সংস্করণে সন্নিবেশ - মন্তব্য এর মাধ্যমে অন্তর্ভুক্ত করতে পারবেন। সাম্প্রতিক সফ্টওয়্যার সংস্করণ দ্বারা সংরক্ষিত পূর্বের সফ্টওয়্যার সংস্করণটিতে লোড হওয়ার সময় মন্তব্য হারিয়ে যায়।


কিছু কম্পানি এবং সংস্থার জন্য ODF নথিসমূহ ODF 1.0/1.1 বিন্যাসের হওয়া প্রয়োজন। তালিকা বাক্সে সংরক্ষণ করার জন্য আপনি সেই বিন্যাস নির্বাচন করতে পারেন। এই পুরনো বিন্যাসটি সকল নতুন বৈশিষ্ট্যাবলী সংরক্ষণ করতে পারে না, ফলে প্রয়োজন অনুসারে ODF 1.2 (বর্ধিত) ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।

The ODF 1.2 Extended (compat) mode is a more backward-compatible ODF 1.2 extended mode. It uses features that are deprecated in ODF1.2 and/or it is 'bug-compatible' to older OpenOffice.org versions. It may be useful, if you need to interchange ODF documents with users, who use pre-ODF1.2 or ODF1.2-only legacy applications.

ODF অথবা পূর্বনির্ধারিত বিন্যাসে সংরক্ষণ না করলে সতর্ক করুন

You can choose to get a warning message when you save a document in a format that is not OpenDocument or which you did not set as default format in Load/Save - General in the Options dialog box.

বিভিন্ন নথির ধরনের নথি সংরক্ষণ করার সময় পূর্বনির্ধারণ হিসেবে কোন ফাইল বিন্যাস প্রয়োগ করা হবে তা আপনি পছন্দ করতে পারেন। আপনি যদি সর্বদা Microsoft Office ব্যবহার করে এমন অন্যান্য ব্যক্তির সাথে আপনার নথি বিনিময় করেন, উদাহরণ স্বরূপ, আপনি হয়ত এখানে সুনির্দিষ্ট করতে পারেন যে LibreOffice শুধুমাত্র পূর্বনির্ধারণ অনুসারে Microsoft Office-এর ফাইল বিন্যাস ব্যবহার করে।

নথির ধরন

নথির যে ধরনের জন্য আপনি পূর্বনির্ধারিত ফাইল বিন্যাস সুনির্দিষ্ট করতে চান তা উল্লেখ করা হয়।

সবসময় এভাবে সংরক্ষণ করা হবে

বামে নির্বাচিত ধরনের নথি কিভাবে এই ফাইলের ধরন হিসেবে সবসময় সংরক্ষিত থাকে তা উল্লেখ করা হয়। আপনি এভাবে সংরক্ষণ করুন ডায়ালগে বিদ্যমনা বর্তমান নথির জন্য অন্য একটি ফাইলের ধরন নির্বাচন করতে পারেন।

সতর্কতামূলক আইকন

Some options cannot be reset once edited. Either edit back the changes manually or click Cancel and reopen the Options dialog.