বস্তু সাজানো, প্রান্তিককরণ এবং বিতরণ করা হচ্ছে

বস্তু সাজানো হচ্ছে

আপনি আপনার নথিতে যে বস্তু রেখেছেন তার পূর্ববর্তী প্রত্যেকটি বস্তু সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। নির্বাচিত বস্তুর সংরক্ষণকরণ ক্রম পুনঃসজ্জিত করতে, নিম্নরূপে অগ্রসর হোন।

  1. আপনি যে বস্তুর অবস্থান পরিবর্তন করতে চান তাতে ক্লিক করুন।

  2. প্রসঙ্গ তালিকা তুলে ধরতে পরিবর্তন - সাজান নির্বাচন করুন এবং যেকোনো একটি সাজানোর অপশন নির্বাচন করুন:

    সবগুলোর সামনে সরানো এর মাধ্যমে একটি বস্তুকে অন্যান্য সব বস্তুর উপরে স্থাপন করা যায়

    এক ধাপ সামনে সরানো এর মাধ্যমে একটি বস্তুকে স্তুপে এক স্থান সামনে স্থাপন করা যায়

    এক ধাপ পিছনে সরানো এর মাধ্যমে একটি বস্তুকে স্তুপে এক স্থান পিছনে স্থাপন করা যায়

    সবগুলোর পিছনে সরানো এর মাধ্যমে একটি বস্তুকে অন্যান্য সকল বস্তুর পিছনে স্থাপন করা যায়

    বস্তুর পিছনে এর মাধ্যমে একটি বস্তুকে আপনার নির্বাচিত অন্যান্য সকল বস্তুর পিছনে স্থাপন করা যায়

একটি বস্তুকে অন্য একটি বস্তুর পিছনে সাজানো হচ্ছে

  1. আপনি যে বস্তুর অবস্থান পরিবর্তন করতে চান তাতে ক্লিক করুন।

  2. প্রসঙ্গ মেনুটি খুলতে পরিবর্তন - সাজানো এবং বস্তুর পিছনে নির্বাচন করুন। মাউস পয়েন্টারটি হাত চিহ্নে পরিবর্তিত হয়।

  3. আপনি নির্বাচিত বস্তুটি যে বস্তুর পিছনে রাখতে চান তাতে ক্লিক করুন।

দুইটি বস্তুর স্তুপকরণের ক্রম উল্টসনো হচ্ছে

  1. উভয় বস্তু নির্বাচন করতে তাদেরকে Shift-ক্লিক করুন।

  2. প্রসঙ্গ মেনুটি খুলতে পরিবর্তন - সাজানো এবং বিপরীত নির্বাচন করুন।

বস্তু প্রান্তিককরণ করা হচ্ছে

আপনি প্রান্তিককরণ ফাংশন ব্যবহার করে বস্তুসমূহ একে অপরের সাথে অথবা পৃষ্ঠার সাথে সম্পর্ক রেখে সাজাতে পারেন।

  1. পৃষ্ঠার সাথে প্রান্তিককরণের জন্য বস্তুটি নির্বাচন করুন অথবা বস্তুসমূহের একে অপরের সাথে প্রান্তিককরণের জন্য একাধিক বস্তু নির্বাচন করুন।

  2. পরিবর্তন - প্রান্তিককরণ নির্বাচন করুন এবং যেকোনো একটি প্রান্তিককরণ অপশন নির্বাচন করুন।

বস্তুসমূহ বিতরণ করা হচ্ছে

আপনি যদি অঙ্কনে তিন অথবা ততোধিক বস্তু নির্বাচন করেন তাহলে বস্তুসমূহের মধ্যে উল্লম্ব বা অনুভূমিক ফাঁকাকরণ সমানভাবে বিতরণ করতে বিতরণ কমান্ডটি ব্যবহার করতে পারেন।

  1. বিতরণ করার জন্য তিন অথবা ততোধিক বস্তু নির্বাচন করুন।

  2. পরিবর্তন - বিতরণ নির্বাচন করুন।

  3. অনুভূমিক এবং উল্লম্ব বিতরণ অপশন নির্বাচন করুন এবং ঠিক আছে ক্লিক করুন।

নির্বাচিত বস্তুসমূহ ঊল্লম্ব অথবা অনুভূমিক অক্ষে বন্টন করে দেওয়া হয়। বাইরের দুইটি বস্তু রেফারেন্স বিন্দু হিসেবে ব্যবহৃত হয় এবং বন্টন কমান্ড প্রয়োগ করার সময় সরানো হয় না।