লেখচিত্র উইজার্ড - লেখচিত্র ধরন

আপনি লেখচিত্র উইজার্ড এর প্রথম পৃষ্ঠায় একটি লেখচিত্রের ধরন পছন্দ করতে পারেন

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose Insert - Chart...

Icon

Insert Chart


Press Shift+F1 and point to a control to learn more about that control.

লেখচিত্রের একটি ধরন পছন্দ করতে

  1. একটি মৌলিক লেখচিত্র ধরন নির্বাচন করুন: কলাম, বার, পাই এবং আরো অনেক লেবেলকৃত ভুক্তিতে ক্লিক করুন।

    মৌলিক লেখচিত্র ধরনের উপর ভিত্তি করে আরো অপশন প্রস্তাব করার জন্য ডান পার্শ্বের বিষয়বস্তু পরিবর্তিত হবে।

  2. বিকল্প হিসেবে, যেকোনো অপশনে ক্লিক করুন। যখন আপনি উইজার্ডের সেটিং পরিবর্তন করেন তখন লেখচিত্রটি কেমন দেখা যায় সেটি দেখতে নথির প্রাকবীক্ষনটি লক্ষ্য করুন ।

Shift+F1 চাপুন এবং একটি বর্ধিত সহায়তা পাঠ্য দেখতে একটি নিয়ন্ত্রণে নির্দেশ করুন।

উইজার্ডটি বন্ধ এবং বর্তমান সেটিং ব্যবহার করে লেখচিত্রটি তৈরি করতে যেকোনো উইজার্ড পৃষ্ঠার শেষ ক্লিক করুন ।

পরবর্তী উইজার্ড পৃষ্ঠা দেখতে পরবর্তী ক্লিক করুন অথবা ওই পৃষ্ঠায় যেতে উইজার্ডের বাম পার্শ্বের ভুক্তিতে ক্লিক করুন।

পূর্ববর্তী উইজার্ড পৃষ্ঠা দেখতে পূর্ববর্তী ক্লিক করুন।

একটি লেখচিত্র তৈরি না করে উইজার্ডটি বন্ধ করতে বাতিল ক্লিক করুন।