Add-in Functions, List of Analysis Functions Part One

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

সন্নিবেশ - ফাংশন - শ্রেণী অ্যাড-ইন


BESSELI

Calculates the modified Bessel function of the first kind In(x).

সিনট্যাক্স

BESSELI(X; N)

X হলো এমন একটি মান, যার উপর ভিত্তি করে ফাংশন হিসাব করা হবে।

N is a positive integer (N >= 0) representing the order of the Bessel function In(x)

Examples

=BESSELI(3.45, 4), returns 0.651416873060081

=BESSELI(3.45, 4.333), returns 0.651416873060081, same as above because the fractional part of N is ignored.

=BESSELI(-1, 3), returns -0.022168424924332

BESSELJ

Calculates the Bessel function of the first kind Jn(x) (cylinder function).

সিনট্যাক্স

BESSELJ(X; N)

X হলো এমন একটি মান, যার উপর ভিত্তি করে ফাংশন হিসাব করা হবে।

N is a positive integer (N >= 0) representing the order of the Bessel function Jn(x)

Examples

=BESSELJ(3.45, 4), returns 0.196772639864984

=BESSELJ(3.45, 4.333), returns 0.196772639864984, same as above because the fractional part of N is ignored.

=BESSELJ(-1, 3), returns -0.019563353982668

BESSELK

Calculates the modified Bessel function of the second kind Kn(x).

সিনট্যাক্স

BESSELK(X; N)

X is the strictly positive value (X > 0) on which the function will be calculated.

N is a positive integer (N >= 0) representing the order of the Bessel function Kn(x)

Examples

=BESSELK(3.45, 4), returns 0.144803466373734

=BESSELK(3.45, 4.333), returns 0.144803466373734, same as above because the fractional part of N is ignored.

=BESSELK(0, 3), returns Err:502 – invalid argument (X=0)

BESSELY

Calculates the Bessel function of the second kind Yn(x).

সিনট্যাক্স

BESSELY(X; N)

X is the strictly positive value (X > 0) on which the function will be calculated.

N is a positive integer (N >= 0) representing the order of the Bessel function Yn(x)

Examples

=BESSELY(3.45, 4), returns -0.679848116844476

=BESSELY(3.45, 4.333), returns -0.679848116844476, same as above because the fractional part of N is ignored.

=BESSELY(0, 3), returns Err:502 – invalid argument (X=0)

BIN2DEC

ফলাফল হলো সন্নিবেশকৃত বাইনারি সংখ্যার ডেসিমেল সংখ্যা।

সিনট্যাক্স

BIN2DEC(Number)

Number হলো বাইনারী সংখ্যা। সংখ্যাটি সর্বোচ্চ ১০ ঘর বিশিষ্ট (বিট) হতে পারবে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিট হলো সাইন বিট। ঋনাত্মক সংখ্যা two's complement আকারে সন্নিবেশ করানো হয়।

উদাহরণ

=BIN2DEC(1100100) ১০০ প্রদান করে।

BIN2HEX

ফলাফল হলো সন্নিবেশকৃত বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যা।

সিনট্যাক্স

BIN2HEX(Number; Places)

Number হলো বাইনারী সংখ্যা। সংখ্যাটি সর্বোচ্চ ১০ ঘর বিশিষ্ট (বিট) হতে পারবে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিট হলো সাইন বিট। ঋনাত্মক সংখ্যা two's complement আকারে সন্নিবেশ করানো হয়।

Places অর্থ হলো আউটপুট কত ঘর বিশিষ্ট হবে সেই সংখ্যা।

উদাহরণ

=BIN2HEX(1100100;6) ০০০০৬৪ প্রদান করে।

BIN2OCT

ফলাফল হলো সন্নিবেশকৃত বাইনারি সংখ্যার অকটাল সংখ্যা।

সিনট্যাক্স

BIN2OCT(Number; Places)

Number হলো বাইনারী সংখ্যা। সংখ্যাটি সর্বোচ্চ ১০ ঘর বিশিষ্ট (বিট) হতে পারবে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিট হলো সাইন বিট। ঋনাত্মক সংখ্যা two's complement আকারে সন্নিবেশ করানো হয়।

Places অর্থ হলো আউটপুট কত ঘর বিশিষ্ট হবে সেই সংখ্যা।

উদাহরণ

=BIN2OCT(1100100;4) ০১৪৪ প্রদান করে।

DEC2BIN

ফলাফল হলো সন্নিবেশকৃত -৫১২ এবং ৫১১ এর মধ্যবর্তী ডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যা।

সিনট্যাক্স

DEC2BIN(Number; Places)

Number হলো একটি ডেসিমেল সংখ্যা। যদি সংখ্যাটি ঋনাত্মক হয়, ফাংশনটি ১০ অক্ষর বিশিষ্ট বাইনারি সংখ্যা প্রদান করে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিট হলো সাইন বিট, অন্য ৯টি বিট মান প্রদান করে।

Places অর্থ হলো আউটপুট কত ঘর বিশিষ্ট হবে সেই সংখ্যা।

উদাহরণ

=DEC2BIN(100;8) ০১১০০১০০ প্রদান করে।

DEC2HEX

ফলাফল হলো সন্নিবেশকৃত ডেসিমেল সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যা।

সিনট্যাক্স

DEC2HEX(Number; Places)

Number হলো একটি ডেসিমেল সংখ্যা। যদি সংখ্যাটি ঋনাত্মক হয়, ফাংশনটি ১০ অক্ষর (৪০ বিট) বিশিষ্ট হেক্সাডেসিমেল সংখ্যা প্রদান করে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিট হলো সাইন বিট, অন্য ৩৯টি বিট মান প্রদান করে।

Places অর্থ হলো আউটপুট কত ঘর বিশিষ্ট হবে সেই সংখ্যা।

উদাহরণ

=DEC2HEX(100;4) ০০৬৪ প্রদান করে।

DEC2OCT

ফলাফল হলো সন্নিবেশকৃত ডেসিমেল সংখ্যার অকটাল সংখ্যা।

সিনট্যাক্স

DEC2OCT(Number; Places)

Number হলো একটি ডেসিমেল সংখ্যা। যদি সংখ্যাটি ঋনাত্মক হয়, ফাংশনটি ১০ অক্ষর (৪০ বিট) বিশিষ্ট অকটাল সংখ্যা প্রদান করে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিট হলো সাইন বিট, অন্য ২৯টি বিট মান প্রদান করে।

Places অর্থ হলো আউটপুট কত ঘর বিশিষ্ট হবে সেই সংখ্যা।

উদাহরণ

=DEC2OCT(100;4) ০১৪৪ প্রদান করে।

DELTA

যদি আর্গুমেন্ট হিসাবে প্রদত্ত উভয় সংখ্যাই সমান হয়, ফলাফলটি TRUE (1) হয়, অন্যথায় ফলাফল FALSE (0)।

সিনট্যাক্স

DELTA(Number1; Number2)

উদাহরণ

=DELTA(1;2), 0 প্রদান করে।

ERF

গসিয়ান ত্রুটির সমাকলন মান প্রদান করে।

সিনট্যাক্স

ERF(LowerLimit; UpperLimit)

LowerLimit হলো সমাকলনের নিম্ন সীমা।

UpperLimit হলো ঐচ্ছিক। এটা সমাকলনের উচ্চ সীমা। যদি এই মানটি অনুপস্থিত থাকে, ০ এবং নিম্ন সীমার মধ্যে গণনা সম্পন্ন হয়।

উদাহরণ

=ERF(0;1) ০.৮৪২৭০১ প্রদান করে।

ERF.PRECISE

Returns values of the Gaussian error integral between 0 and the given limit.

সিনট্যাক্স

ERF.PRECISE(LowerLimit)

LowerLimit is the limit of the integral. The calculation takes places between 0 and this limit.

উদাহরণ

=ERF.PRECISE(1) returns 0.842701.

ERFC

গসিয়ান ত্রুটি সমাকলনের x এবং অসীম মধ্যবর্তী পরিপূরক মান প্রদান করে।

সিনট্যাক্স

ERFC(LowerLimit)

LowerLimit হলো সমাকলনের নিম্ন সীমা।

উদাহরণ

=ERFC(1) ০.১৫৭২৯৯ প্রদান করে।

ERFC.PRECISE

Returns complementary values of the Gaussian error integral between x and infinity.

সিনট্যাক্স

ERFC.PRECISE(LowerLimit)

LowerLimit হলো সমাকলনের নিম্ন সীমা।

উদাহরণ

=ERFC.PRECISE(1) returns 0.157299.

GESTEP

যদি সংখ্যা ধাপ অপেক্ষা বড় বা সমান হয়, ফলাফল ১ হবে।

সিনট্যাক্স

GESTEP(Number; Step)

উদাহরণ

=GESTEP(5;1) ১ প্রদান করে।

HEX2BIN

ফলাফল হলো সন্নিবেশকৃত হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যা।

সিনট্যাক্স

HEX2BIN(Number; Places)

Number is a hexadecimal number or a string that represents a hexadecimal number. It can have a maximum of 10 places. The most significant bit is the sign bit, the following bits return the value. Negative numbers are entered as two's complement.

Places হলো আউটপুট কত ঘর বিশিষ্ট হবে সেই সংখ্যা।

উদাহরণ

=HEX2BIN("6a";8) returns 01101010.

HEX2DEC

ফলাফল হলো সন্নিবেশকৃত দশমিক সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যা।

সিনট্যাক্স

HEX2DEC(Number)

Number is a hexadecimal number or a string that represents a hexadecimal number. It can have a maximum of 10 places. The most significant bit is the sign bit, the following bits return the value. Negative numbers are entered as two's complement.

উদাহরণ

=HEX2DEC("6a") returns 106.

HEX2OCT

ফলাফল হলো সন্নিবেশকৃত হেক্সাডেসিমেল সংখ্যার অকটাল সংখ্যা।

সিনট্যাক্স

HEX2OCT(Number; Places)

Number is a hexadecimal number or a string that represents a hexadecimal number. It can have a maximum of 10 places. The most significant bit is the sign bit, the following bits return the value. Negative numbers are entered as two's complement.

Places হলো আউটপুট কত ঘর বিশিষ্ট হবে সেই সংখ্যা।

উদাহরণ

=HEX2OCT("6a";4) returns 0152.