Comparison Operators

তুলনা অপারেটর ব্যবহার করে দুইটি এক্সপ্রেশন তুলনা করা যায়। ফলাফলটি একটি বুলিয়ান এক্সপ্রেশন হিসেবে প্রদান হয় যার দ্বারা তুলনা True (-1) অথবা False (0) কিনা নির্ধারণ করা যায়।

সিনট্যাক্স:

Result = Expression1 { = | < | > | <= | >= } Expression2

প্যারামিটার:

ফলাফল: বুলিয়ান এক্সপ্রেশন যা তুলনার ফলাফল উল্লেখ করে থাকে (True, অথবা False)

Expression1, Expression2: যে কোন সংখ্যাসূচক মান যা আপনি তুলনা করতে চান।

তুলনামূলক অপারেটর

= : সমান

< : অপেক্ষা ছোট

> : অপেক্ষা বড়

<= : ছোট অথবা সমান

>= : বড় অথবা সমান

<> : সমান নয়

উদাহরণ:

Sub ExampleUnequal

Dim sFile As String

DIM sRoot As String REM ' Root directory for file in and output

    sRoot = "c:\"

    sFile = Dir$( sRoot ,22)

    If sFile <> "" Then

        Do

            MsgBox sFile

            sFile = Dir$

        Loop Until sFile = ""

    End If

End Sub