AND Operator

লজিক্যালি দুইটি এক্সপ্রেশন একত্রিত করা হয়।

সিনট্যাক্স:

Result = Expression1 And Expression2

প্যারামিটার:

ফলাফল: যেকোনো সংখ্যাসূচক ভেরিয়েবল যা সমাবেশের ফলাফল রেকর্ড করে থাকে।

এক্সপ্রেশন১, এক্সপ্রেশন২: যেকোনো এক্সপ্রেশন যা আপনি সন্নিবেশ করতে চান।

AND এর সাথে একত্রিত বুলিয়ান এক্সপ্রেশন True প্রদান করে থাকে যদি উভয় এক্সপ্রেশন True মূল্যায়ন করে থাকে।

True AND True, True প্রদান করে; অন্য সককল সন্নিবেশের জন্য ফলাফল হলো False

AND অপারেটরের সাহায্যে দুইটি সংখ্যাসূচক এক্সপ্রেশনে বিদ্যমান একইরূপ অবস্থানযুক্ত বিটের বিটঅনুসারে তুলনা করা যায়।

উদাহরণ:

Sub ExampleAnd

Dim A As Variant, B As Variant, C As Variant, D As Variant

Dim vVarOut As Variant

    A = 10: B = 8: C = 6: D = Null

    vVarOut = A > B And B > C REM মান -1 প্রদান করে

    vVarOut = B > A And B > C REM মান 0 প্রদান করে

    vVarOut = A > B And B > D REM মান 0 প্রদান করে

    vVarOut = (B > D And B > A) REM মান 0 প্রদান করে

    vVarOut = B And A REM, 8 প্রদান করে থাকে,  উভয় আরগুমেন্টের বিট অনুসারে AND সংযোজনের মাধ্যমে

End Sub