DateDiff Function

প্রদান করা দুইটি তারিখ মানের মধ্যে তারিখ বিরতীর সংখ্যা প্রদান করে থাকে।

সিনট্যাক্স:

DateDiff (Add, Date1, Date2 [, Week_start [, Year_start]])

প্রদান মান:

একটি সংখ্যা।

প্যারামিটার:

সংযোজন - নিচের সারণি থেকে তারিখ বিরতী উল্লেখকারী একটি স্ট্রিং এক্সপ্রেশন।

সংযোজন (স্ট্রিং মান)

ব্যাখ্যা

yyyy

বছর

q

চতুর্থাংশ

m

মাস

y

বছরের দিন

w

কর্মদিবস

ww

বছরের সপ্তাহ

d

দিন

h

ঘন্টা

n

মিনিট

s

সেকেন্ড


তারিখ১, তারিখ২ - তুলনা করার জন্য দুইটি তারিখ মান।

Week_start - একটি ঐচ্ছিক প্যারামিটার যা সপ্তাহের শুরুর দিন উল্লেখ করা থাকে।

Week_start value

ব্যাখ্যা

0

সিস্টেমের ডিফল্ট মান ব্যবহৃত হয়

1

রবিবার (ডিফল্ট)

2

সোমবার

3

মঙ্গলবার

4

বুধবার

5

বৃহস্পতিবার

6

শুক্রবার

7

শনিবার


Year_start - একটি ঐচ্ছিক প্যারামিটার যা বছরের শুরুর সপ্তাহ উল্লেখ করা থাকে।

Year_start value

ব্যাখ্যা

0

সিস্টেমের ডিফল্ট মান ব্যবহৃত হয়

1

বছরের ১ম সপ্তাহটি হলো ১লা জানুয়ারি সম্বলিত সপ্তাহ (ডিফল্ট)

2

সপ্তাহ ১ হলো সেই বছরের চার অথবা ততোধিক দিন বিশিষ্ট প্রথম সপ্তাহ

3

সপ্তাহ ১ হলো নতুন বছরের শুধুমাত্র দিন বিশিষ্ট প্রথম সপ্তাহ


উদাহরণ:

Sub example_datediff

    MsgBox DateDiff("d", "1/1/2005", "12/31/2005")

End Sub