বস্তুর অবস্থান নির্ধারণ করা হচ্ছে

একটি নথিতে একটি বস্তু, গ্রাফিক্স, অথবা ফ্রেমের অবস্থান নির্ধারণ করতে আপনি নোঙ্গর ব্যবহার করতে পারেন। একটি নোঙ্গরকৃত আইটেম সেই স্থানে থাকে, অথবা আপনি নথিটি পরিবর্তন করলে সরে যায়। নিম্নোক্ত নোঙ্গরকরণ অপশন বিদ্যমান:

নোঙ্গরকরণ

প্রভাব

অক্ষর হিসেবে

বর্তমান পাঠ্যে নির্বাচিত আইটেমকে একটি অক্ষর হিসেবে নোঙ্গর করা হয়। যদি কোনো নির্বাচিত আইটেমের উচ্চতা বর্তমান ফন্টের আকারের চেয়ে বড় হয়, তবে আইটেম ধারণকারী রেখার উচ্চতা বৃদ্ধি করা হয়।

একটি HTML পৃষ্ঠায় একটি চিত্র কেন্দ্রীয়করণ করতে, চিত্রটি সন্নিবেশ করুন, এটিকে "অক্ষর হিসেবে" নোঙ্গর করুন, এরপর অনুচ্ছেদটি কেন্দ্রীয়করণ করুন।

অক্ষরে

নির্বাচিত বিষয়কে একটি অক্ষরে নোঙ্গর করা হয়।

অনুচ্ছেদে

নির্বাচিত বিষয়কে বর্তমান অনুচ্ছেদে নোঙ্গর করা হয়।

পৃষ্ঠায়

নির্বাচিত বিষয়কে বর্তমান পৃষ্ঠায় নোঙ্গর করা হয়।

ফ্রেমে

নির্বাচিত আইটেমকে পারিপার্শ্বিক ফ্রেমে নোঙ্গর করা হয়।


আপনি যখন কোনো বস্তু, গ্রাফিক, বা ফ্রেম সন্নিবেশ করেন তখন ওই নোঙ্গরকৃত স্থানে একটি নোঙ্গর আইকন দেখা দেয়। আপনি অন্য আরেকটি অবস্থান থেকে একটি নোঙ্গরকৃত আইটেম রাখতে পারেন। একটি আইটেমের নোঙ্গর অপশন পরিবর্তন করতে, ডান ক্লিক করুন, অতঃপর নোঙ্গর সাবমেনু হতে একটি অপশন নির্বাচন করুন।