ক্ষেত্রসমূহ

The submenu lists the most common field types that can be inserted into a document at the current cursor position. To view all of the available fields, choose More Fields.

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

সন্নিবেশ - ক্ষেত্রসমূহনির্বাচন করুন

প্রাসঙ্গিক মেনু খুলুন - ক্ষেত্রনির্বাচন করুন (সন্নিবেশকৃত ক্ষেত্রসমূহ)


পৃষ্ঠা নম্বরসমূহ

Inserts the current page number as a field at the cursor position. The default setting is for it to use the Page Number character style.

পৃষ্ঠার হিসেব

নথিতে সর্বমোট পৃষ্ঠা ক্ষেত্র হিসেবে সন্নিবেশ করা হবে।

তারিখ

ক্ষেত্র হিসেবে একটি বর্তমান তারিখ সন্নিবেশ করানো হয়। ডিফল্ট তারিখ বিন্যাস ব্যবহার করা হয়েছে, তারিখ স্বয়ংক্রিয় ভাবে হালনাগাদ হয়।

সময়

বর্তমান সময় একটি ক্ষেত্র হিসেবে সন্নিবেশ করান। সময়টি আপনার অপারেটিং সিস্টেম এর সিস্টেম বিন্যাস থেকে সরাসরি নেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট সময় বিন্যাস প্রয়োগ করা হয়েছে, যা F9 কার্যক্রম কী ব্যবহার করে হালনাগাদ করা যাবেনা।

শিরোনাম

নথি বৈশিষ্ট্যবলীতে একটি ক্ষেত্র হিসেবে নির্ধারিত শিরোনাম সন্নিবেশ করান। ক্ষেত্র ফাইল - বৈশিষ্ট্যবলী - বর্ণনা এর আভ্যন্তরীন শিরোনাম ক্ষেত্রে সন্নিবেশকৃত ডাটা প্রদর্শন করে।

লেখক

Inserts the name of the person who created the document here as a field. The field applies the entry made under - LibreOffice - User data.

বিষয়

নথি বৈশিষ্ট্যবলীতে একটি ক্ষেত্র হিসেবে নির্ধারিত বিষয় সন্নিবেশ করান। এই ক্ষেত্র বিষয় ক্ষেত্রে ফাইল - বৈশিষ্ট্যবলী - বর্ণনা এর আভ্যন্তরীন বিষয় ক্ষেত্রে সন্নিবেশকৃত ডাটা প্রদর্শিত করে।

অন্যান্য

বর্তমান কার্সার অবস্থানে একটি ক্ষেত্র সন্নিবেশ করা হয়। ডায়ালগ তালিকা সব ক্ষেত্রের জন্য বিদ্যমান।