পাঠ বর্ণ-চিহ্ন অংকন বস্তু রুপান্তর করছে1

আপনি পাঠ বর্ণ-চিহ্ন কার্ভে রুপান্তর করতে পারেন যা আপনি আপনার যেকোনো অংকন বস্তুর মতো সম্পাদনা বা পুনঃআকার করতে পারেন। একবার আপনি পাঠ অংকন বস্তু রুপান্তর করলে, আপনি আর পাঠের বিষয়বস্তু সম্পাদনা করতে পারবেন না।

পাঠ অংকন বস্তু রুপান্তর করতে

  1. আপনি যে পাঠ রুপান্তর করতে চান তা নির্বাচন করুন, এবং নিম্নের যেকোনো একটি সম্পন্ন করুন:

    LibreOffice অংকনে, পরিবর্তন - রুপান্তর - কার্ভে পছন্দ করুন।

    LibreOffice ইমপ্রেসে, পাঠ বস্তুর সীমানায় ডান-ক্লিক করুন, এবং তারপর রুপান্তর - কার্ভেপছন্দ করুন।

  2. আপনার পাঠ যদি একাধিক বর্ণচিহ্ন ধারণ করে, রুপান্তরিত পাঠ গ্রুপবদ্ধ বস্তু হয়ে যায়। প্রতিটি বস্তু সম্পাদনা করতে গ্রুপে ডাবল ক্লিক করুন। শেষ হলে Esc চাপুন।

  3. এখন, অংকন বরের বিন্দুর আইকনে ক্লিক করুন। বস্তুটি ক্লিক করুন। আপনি বস্তুর সকল বেজিয়ে বিন্দু দেখতে পারেন। সম্পাদনা বিন্দু বারে, আপনি বিন্দুসমূহ সম্পাদনা করার, সন্নিবেশ করার এবং মুছে ফেলার জন্য বিভিন্ন আইকন খুঁজে পেতে পারেন।