সারণির নকশা

সারণির নকশা উইন্ডেতে আপনি নতুন সারণি নির্ধারণ করেন বা সারণির কাঠামো সম্পাদনা করেন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

ডাটাবেস ফাইল উইন্ডোতে, সারণি আইকনে ক্লিক করুন। সন্নিবেশ -সারণির নকশা অথবা সম্পাদনা - সম্পাদনা নির্বাচন করুন


তথ্যভান্ডারের সারসংক্ষেপ

টেবিল এর নকশা

উইন্ডটির নিজস্ব তালিকা বার আছে। এটা নিম্নবর্ণিত নতুন নির্দেশ ধারণ করে: সূচি নকশা

সারণির সংজ্ঞা এলাকা

এটা এমন এলাকা যেখানে আপনি সারণির কাঠামো নির্ধারণ করেন।

ক্ষেত্রের নাম

ডাটা ক্ষেত্রের নাম সুনির্দিষ্ট করে। ডাটাবেসের সীমাবদ্ধতা নোট রাখুন, যেমন নামের দৈর্ঘ্য, বিশেষ বর্ণচিহ্ন এবং ফাঁকা স্থান।

ক্ষেত্রের ধরন

ক্ষেত্রের ধরন সুনির্দিষ্ট করে।

বিবরণ

একটি বিকল্প বিবরণ সুনির্দিষ্ট করে।

সারির শিরোনাম নিম্নবর্ণিত প্রসঙ্গ তালিকার নির্দেশ ধারণ করে:

কাটুন

ক্লিপবোর্ডে নির্বাচিত সারি কেঁটে ফেলে।

অনুলিপি করুন

ক্লিপবোর্ডে নির্বাচিত সারি অনুলিপি করে।

প্রতিলেপন করুন

ক্লিপবোর্ডে নির্বাচিত সারি প্রতিলেপন করে

মুছে ফেলুন

নির্বাচিত সারি মুছে ফেলে।

সারি সন্নিবেশ করান

সারণিটি যদি সংরক্ষিত না থাকে, বর্তমান সারির উপরে একটি ফাঁকা সারি সন্নিবেশ করান। সারণিটি যদি সংরক্ষিত থাকে, বর্তমান সারির নিচে একটি ফাঁকা সারি সন্নিবেশ করান

প্রাথমিক কী

এই নির্দেশটির যদি পরীক্ষণ চিহ্ন থাকে, এই রেখার ডাটা ক্ষেত্র একটি প্রাথমিক কী। নির্দেশে ক্লিক করার মাধ্যমে আপনি অবস্থা সক্রিয়/নিস্ক্রিয় করেন। ডাটা উংস যদি প্রাথমিক কী সমর্থন করে তবেই শুধুমাত্র নির্দেশটি দৃশ্যমান হবে।

ক্ষেত্র বৈশিষ্ট্য

বর্তমানে নির্বাচিত ক্ষেত্রের ক্ষেত্র বৈশিষ্ট্য নির্ধারণ করে।

দৈর্ঘ্য

ডাটা ক্ষেত্রের দৈর্ঘ্য সুনির্দিষ্ট করে।

দশমিক অবস্থান

সংখ্যাসূচক ক্ষেত্র বা দশমিক ক্ষেত্রের জন্য দশমিক অবস্থান সুনির্দিষ্ট করে।

পূর্বনির্ধারিত মান

নতুন ডাটা রেকর্ডে যা পূর্বনির্ধারণ মান তা সুনির্দিষ্ট করে।

বিন্যাস উদাহরণ

আপনি ... বোতাম দ্বারা নির্বাচন করতে পারেন এমন বিন্যাস কোড প্রদর্শন করে।

...

এই বোতাম ক্ষেত্র বিন্যাস ডায়ালগ খোলে।

সহায়তা এলাকা

সহায়তা পাঠ প্রদর্শন করে।