যুক্ত করার বৈশিষ্ট্য

যদি আপনি কোয়েরি ডিজাইনের দুটি সংযুক্ত ক্ষেত্রের সংযোগে ক্লিক করেন, বা যদি আপনি সন্নিবেশ - নতুন রিলেশননির্বাচন করেন, তবে যুক্ত করার বৈশিষ্ট্য ডায়ালগ উপস্থিত হয়। এই বৈশিষ্ট্যগুলো ভবিষ্যতে তৈরি সব কোয়েরিতে ব্যবহার করা হবে।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Open query design and choose Insert - New Relation, or double-click on a connection line between two tables.


সারণি অন্তর্ভুক্ত

আপনি সংযুক্ত করতে চান এমন দুটি পৃথক সারণি সুনির্দিষ্ট করে।

ক্ষেত্র অন্তর্ভুক্ত

সুনির্দিষ্টভাবে এমন দুটি ডাটা ক্ষেত্র উল্লেখ করুন যা একটি সম্পর্ক দ্বারা সংযুক্ত হবে।

পছন্দ

ধরন

নির্বাচিত সংযোগের সংযোগ ধরন সুনির্দিষ্ট করে। কিছু ডাটাবেস শুধুমাত্র সম্ভাব্য ধরনের উপসমষ্টি সমর্থন করে।

অন্তঃস্থ সংযোগ

অভ্যন্তরীণ সংযোগ দ্বারা, ফলাফল সারণি শুধুমাত্র এমন রেকর্ড ধারণ করে যার জন্য সংযোগকৃত ক্ষেত্রের বিষয়বস্তু একই। LibreOffice SQL এ এই ধরনের সংযোগ একটি সংশ্লিষ্ট WHERE ধারায় তৈরি করা হয়।

বাম সংযোগ

বাম সংযোগের সাথে, ফলাফল সারণি বাম সারণির সকল ক্ষেত্র ধারণ করছে এবং ডান সারণির শুধুমাত্র ঐ সব ক্ষেত্র ধারণ করছে যার জন্য সংযোগকৃত ক্ষেত্রের বিষয়বস্তু একই। LibreOffice SQL এ এই ধরনের সংযোগ LEFT OUTER JOIN নির্দেশের সাথে সঙ্গতিপূর্ণ।

ডান সংযোগ

বাম সংযোগের সাথে, ফলাফল সারণি বাম সারণির সকল ক্ষেত্র ধারণ করছে এবং ডান সারণির শুধুমাত্র ঐ সব ক্ষেত্র ধারণ করছে যার জন্য সংযোগকৃত ক্ষেত্রের বিষয়বস্তু একই। LibreOffice SQL এ এই ধরনের সংযোগ RIGHT OUTER JOIN নির্দেশের সাথে সঙ্গতিপূর্ণ।

সম্পূর্ণ সংযোগ

সম্পূর্ণ সংযোগের জন্য, ফলাফল সারণি বাম এবং ডান সারণির সকল ক্ষেত্র ধারণ করছে LibreOffice SQL এ এই ধরনের সংযোগ FULL OUTER JOIN নির্দেশের সাথে সঙ্গতিপূর্ণ।.

স্বাভাবিক

রিলেশন ব্যাখ্যা করতে SQL স্টেটমেন্টে NATURAL কীওয়ার্ড সন্নিবেশ করা হয়। এই রিলেশন উভয় টেবিলের একই নাম ধারণকারী সব কলামকে যুক্ত করে। সৃষ্ট টেবিলটি প্রতিটি জোড়া একই নামের কলামের জন্য একটি কলাম তৈরি করে।