দুইটি বস্তু ক্রস-ফেইড হচ্ছে
ক্রস-ফেইড আকৃতি তৈরি করে এবং তাদেরকে দুইটি অঙ্কন বস্তুর মধ্যে সমপরিমাণ বৃদ্ধি করার মাধ্যমে বিতরণ করে।

ক্রস-ফেইড কমান্ডটি শুধুমাত্র LibreOffice অঙ্কনে সহজলভ্য। কিন্তু, আপনি LibreOffice ইমপ্রেসে ক্রস-ফেইডকৃত বস্তু অনুলিপি ও প্রতিলেপন করতে পারেন।
দুইটি বস্তু ক্রস-ফেইড করার জন্য:
-
Shift চেপে ধরে রাখুন এবং প্রতিটি বস্তুতে ক্লিক করুন।
-
সম্পাদনা - ক্রস ফেইড নির্বাচন করুন।
-
বৃদ্ধি বাক্সের মধ্যে ক্রস-ফেইড ক্রিয়া শুরু এবং শেষ করার মধ্যবর্তী বস্তুসমূহের সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে একটি মান সন্নিবেশ করান।
-
ঠিক আছে এ ক্লিক করুন।
দুইটি মূল বস্তু এবং ক্রস-ফেইড হওয়া বস্তুর সুনির্দিষ্ট সংখ্যা (বৃদ্ধি) ধারণকারী গ্রুপ প্রদর্শিত হয়।
আপনি গ্রুপটি নির্বাচন এবং F3 চাপার মাধ্যমে গ্রুপের প্রতিটি বস্তু সম্পাদনা করতে পারেন। গ্রুপের সম্পাদনা মোড ত্যাগ করতে কমান্ডCtrl+F3 চাপুন।