Split Function

একটি স্ট্রিং এক্সপ্রেশন হতে সাবস্ট্রিং এর অ্যারে প্রদান করে।

সিনট্যাক্স:

Split (Text As String, delimiter, number)

প্রদান মান:

স্ট্রিং

প্যারামিটার:

টেক্সট: যে কোন স্ট্রিং এক্সপ্রেশন।

বিভেদক (ঐচ্ছিক): এক বা একাধিক অক্ষরের ষ্ট্রিং যা পাঠ্য চিহ্নিত করতে ব্যবহৃত হয়। পূর্বনির্ধারিতটি হলো ফাঁকা স্থান অক্ষর।

নাম্বার (ঐচ্ছিক): সাবস্ট্রিং এর পরিমাণ যা আপনি প্রদান করতে চান।

উদাহরণ:

Dim a(3)

Sub main()

    a(0) = "ABCDE"

    a(1) = 42

    a(2) = "MN"

    a(3) = "X Y Z"

    JStr = Join1()

    Call Show(JStr, Split1(JStr))

    JStr = Join2()

    Call Show(JStr, Split1(JStr))

    JStr = Join3()

    Call Show(JStr, Split1(JStr))

End Sub

 

Function Join1()

    Join1 = Join(a(), "abc")

End Function

 

Function Join2()

    Join2 = Join(a(), ",")

End Function

 

Function Join3()

    Join3 = Join(a())

End Function

 

Function Split1(aStr)

    Split1 = Split(aStr, "D")

End Function

 

Sub Show(JoinStr, TheArray)

    l = LBound(TheArray)

    u = UBound(TheArray)

    total$ = "=============================" + Chr$(13) + JoinStr + Chr$(13) + Chr$(13)

    For i = l To u

        total$ = total$ + TheArray(i) + Str(Len(TheArray(i))) + Chr$(13)

    Next i

    MsgBox total$

End Sub