Chr Function

উল্লেখিত অক্ষর কোড সংশ্লিষ্ট অক্ষর প্রদান করে থাকে।

সিনট্যাক্স:

Chr(Expression As Integer)

প্রদান মান:

স্ট্রিং

প্যারামিটার:

এক্সপ্রেশন: সংখ্যাসূচক মান যা একটি বৈধ ৮ বিট ASCII মান (0-255) অথবা 16 ইউনিকোড মান নির্দেশ করে থাকে।

Chr$ ফাংশন ব্যবহার করে একটি মুদ্রণযন্ত্র অথবা অন্য কোন আউটপুট উৎসে বিশেষ কন্ট্রোল ক্রম প্রেরণ করা হয়। একটি স্ট্রিং এক্সপ্রেশনে উদ্ধৃতি চিহ্ন সন্নিবেশ করানোর জন্য এটি ব্যবহার করতে পারেন।

Error codes:

5 Invalid procedure call

উদাহরণ:

Sub ExampleChr

    REM এই উদাহরণটির মাধ্যমে একটি স্ট্রিং এ উদ্ধৃতিকরণ চিহ্ন (ASCII মান 34) সন্নিবেশ করানো হয়।

    MsgBox "A "+ Chr$(34)+"short" + Chr$(34)+" trip."

    REM ডায়ালগে মূদ্রন: A "short" trip হিসেবে আবির্ভূত হয়।

End Sub

ASC