UBound Function

একটি অ্যারের উচ্চ সীমা প্রদান করে।

সিনট্যাক্স:

UBound (ArrayName [, Dimension])

প্রদান মান:

Integer

প্যারামিটার:

ArrayName: অ্যারের নাম যার জন্য আপনি ঊর্ধ্ব (Ubound) অথবা নিম্ন (LBound) সীমানা নির্ধারণ করতে চান।

[Dimension]: ইনটিজার যা ঊর্ধ্ব (Ubound) অথবা নিম্ন (LBound) সীমানার জন্য কোন মাত্রা প্রদান করা হবে তা উল্লেখ করে থাকে। যদি কোন মান উল্লেখ করা না থাকে, তাহলে প্রথম মাত্রা সীমানা প্রদান করে থাকে।

Error codes:

5 Invalid procedure call

9 Index out of defined range

উদাহরণ:

Sub ExampleUboundLbound

Dim sVar(10 To 20) As String

    Print LBound(sVar())

    Print UBound(sVar())

End Sub

 

Sub ExampleUboundLbound2

Dim sVar(10 To 20,5 To 70) As String

    Print LBound(sVar()) REM Returns 10

    Print UBound(sVar()) REM Returns 20

    Print LBound(sVar(),2) REM Returns 5

    Print UBound(sVar(),2) REM Returns 70

End Sub