Hex Function

একটি সংখ্যার হেক্সাডেসিমাল মান নির্দেশক স্ট্রিং প্রদান করে থাকে।

সিনট্যাক্স:

Hex (Number)

প্রদান মান:

স্ট্রিং

প্যারামিটার:

সংখ্যা: যেকোনো সংখ্যাসূচক এক্সপ্রেশন যা আপনি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চান।

Error codes:

5 Invalid procedure call

উদাহরণ:

Sub ExampleHex

REM LibreOffice Calc এ BasicFormulas ব্যবহার করে

Dim a2, b2, c2 As String

    a2 = "&H3E8"

    b2 = Hex2Int(a2)

    MsgBox b2

    c2 = Int2Hex(b2)

    MsgBox c2

End Sub

 

Function Hex2Int( sHex As String ) As Long

REM হেক্সাডেসিমাল মান থেকে একটি দীর্ঘ ইনটিজার প্রদান করে থাকে।

    Hex2Int = clng( sHex )

End Function

 

Function Int2Hex( iLong As Long) As String

REM ইনটিজারে হেক্সাডেসিমাল মান গণনা করে।

    Int2Hex = "&H" & Hex( iLong )

End Function